
বিরোধীদের কর্মসূচিতে বোমা মারতেন যুবলীগ-ছাত্রলীগের নেতারাই, দাবি শ্রমিক ফেডারেশনের
রাজনীতি | ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৮:২৫
অনলাইন ডেস্ক
বিরোধী দলের কর্মসূচিতে পরিবহনে যুবলীগ-ছাত্রলীগ নেতারা পেট্রোলবোমা মেরে তারাই আবার বিরোধী মতের মানুষকে আসামি করে মামলা করতেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের হরতাল, অবরোধসহ বিভিন্ন আন্দোলনে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা চলমান গাড়িতে পেট্রোল বোমা মেরে ড্রাইভার ও যাত্রীদেরকে হতাহত করে আবার তারাই ওই ঘটনায় বিরোধী দলের নেতৃবৃন্দের নামে মামলা করতো।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফেডারেশনের সাবেক সভাপতি ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার হন গত বৃহস্পতিবার। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের অন্যান্য নেতাদের মতো শাজাহান খানও আত্মগোপনে ছিলেন। একইসঙ্গে তার নেতৃত্বাধীন শ্রমিক ফেডারেশনের শীর্ষ কর্তারাও আত্মগোপনে চলে যান।
এই অবস্থায় গত মঙ্গলবার এক জরুরি সভা শেষে সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবির খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে শ্রমিক ফেডারেশনের দায়িত্ব নেন।
দায়িত্ব নেওয়ার পর তারা এই প্রথম সংবাদ সম্মেলনে আসেন। এতে শাজাহান খানসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ তোলেন পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন নেতারা। হামলা-মামলা ছাড়াও সাবেক নেতৃত্বের বিরুদ্ধে দেশব্যাপী চাঁদাবাজি ও হত্যাকাণ্ড-দুর্ঘটনার পর নানাভাবে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগও তোলেন নতুন নেতারা।