ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল হক ঢাকায় গ্রেপ্তার

রাজনীতি | ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৭:৩৯

অনলাইন ডেস্ক


রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকার আদাবর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার র‌্যাবের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই বার্তায় বলা হয়, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এনামুল হক।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com