ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

মির্জা ফখরুলের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

রাজনীতি | ২২ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৪:৩৯

অনলাইন ডেস্ক


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন। রোববার বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের অফিসে এ সাক্ষাৎ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আন্তর্জাতিক বিষয়ক সহ-কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনার প্রভন বাধে।

সম্পাদক ও প্রকাশক: মামুন বিন আবদুল মান্নান

৫ম তলা, স্কাইলার্ক পয়েন্ট ভবন , বিজয়নগর, ঢাকা ১২১২।
ইমেইল: bangladeshtimeline007@gmail.com